ব্রাজিলে ব্রিকস সম্মেলন
ব্রিকস নেতাদের ঘোষণায় অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের ‘একতরফা দমনমূলক ব্যবস্থা’র নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের ব্যবস্থা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের জন্য ক্ষতিকর। ব্রিকস সদস্য ইরান ও রাশিয়ার ওপর বর্তমানে বিভিন্ন পশ্চিমা দেশ এবং সংস্থার অবরোধ ও নিষেধাজ্ঞা রয়েছে।
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবন আক্রান্ত হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন দূতাবাসের একাধিক কর্মকর্তা।
যখন ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় অবৈধ রাষ্ট্র ইসরাইল, তখন কথিত মানবতার ধ্বজাধারী আমেরিকা রহস্যজনক নীরবতা পালন করে। আর ইসরাইল কোন প্রতিরোধের শিকার হলেই নির্লজ্জভাবে ইউরোপ-আমেরিকা আগ্রাসী থাবা বিস্তার করে মুসলিম রাষ্ট্রের ওপর।